পর্ণোগ্রাফি এমন এক ভয়াবহ ব্যাধি, যা লোকচক্ষুর অগোচরে ছড়িয়ে পড়েছে বড় বড় শহর থেকে শুরু করে মফস্বলের আনাচে কানাচে। শিশু থেকে বৃদ্ধ, পর্ণগ্রাফি এখন সবার হাতের নাগালে। এটি বর্তমানে সবচেয়ে মারাত্মক স্বাস্থ্য ও সামাজিক ব্যাধিগুলোর অন্যতম। অনেকগুলো গবেষণায় প্রমাণিত হয়েছে, পর্ণোগ্রাফি মানুষের সামাজিক, আত্মিক ও শারীরিক নানা ঝুঁকি তৈরি করে। যেমন- স্মৃতিশক্তি ও দৃষ্টিশক্তি কমে যাওয়া, আচরণে মেয়েলি ভাব আসা, টেস্টোস্টেরন লেভেল কমে যাওয়া ইত্যাদি। পর্ণ-আসক্তি হলো এক নীরব ঘাতক যা চুপিসারে ধ্বংস করে দেয় ইমান, জীবন ও আখিরাত। এর ভয়ার্ত কালো থাবা থেকে বাঁচতে কিছু পরামর্শ মেনে চলুন :
Once
Once
Daily 1x
Once
Daily 5x

Looking forward to your feedback
MASALLAH
jazakallah