সন্তান জন্মের প্রথম দিনে ৫টি করণীয়

by Salahuddin Makki
Parenting
Published: 2 years ago
|Updated: 2 years ago

সন্তান জন্মগ্রহণ করার প্রথম দিন আল্লাহর দরবারে তার নেয়ামতের জন্য বেশি বেশি শুকরিয়া আদায় করা উচিত। আল্লাহর বলেছেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো, তাহলে আমি নেয়ামত আরও বাড়িয়ে দেবো। মৌখিক শুকরিয়ার পাশাপাশি নফল সালাত ও সদকার মাধ্যমেও শুকরিয়া আদায় করা যায়। সন্তান ছেলে বা মেয়ে যাই হোক আল্লাহর ফয়সালা মেনে নেওয়া উচিত। আল্লাহই ভালো জানেন কোনটা আমাদের জন্য কল্যাণকর। অনেক সময় বাবা-মা আশা করে থাকেন ছেলে হবে; মেয়ে হলে হতাশ হন, এটা সমীচীন নয়। মেয়ে হওয়ার কারণে মায়ের নিন্দা করা, তাকে দোষারোপ করা মূর্খতা এবং অত্যন্ত গর্হিত কাজ। আসুন সন্তান জন্মের প্রথম দিনের পাঁচটি করণীয় সম্পর্কে জানি :

5

Tasks

১. সন্তান দান করার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করুন।

Once

২. সন্তান ছেলে হোক বা মেয়ে হোক উভয় অবস্থায় আল্লাহর ফয়সালা মেনে নিন।

Once

৩. সন্তান অসুস্থ বা প্রতিবন্ধী হলে এটাকে আল্লাহর পরীক্ষা মনে করে ধৈর্য ধারণ করুন।

Once

৪. সন্তানের ডান কানে আজান দিন।

Once

৫. চাইলে প্রথম দিনই সন্তানের নামকরণ করতে পারেন। রসূল সা. তার ছেলে ইবরাহীমের জন্মের প্রথম দিনই তার নাম রেখেছিলেন। তবে সপ্তম দিনে নামকরণ করা উত্তম।

Once

Tags
avatar
Salahuddin Makki

0 Comments

Looking forward to your feedback