সিরিজ এবং প্যারালাল সার্কিট

by ERI NAYEEM
Education
Published: 2 years ago
|Updated: 2 years ago
previewImage

সিরিজ ও প্যারালাল সার্কিট কি এবং কিভাবে গঠিত এবং কেন প্রোয়জন।

1

Task

সিরিজ সার্কিট ঃ- যদি কোন রেজিস্টর বা ক্যাপাসিটর এমনকি যেকোন প্রকার লোড এমনভাবে সংযুক্ত থাকে একটির প্রথম প্রান্ত একটি নির্দিষ্ট বিন্দুতে বা কোন পয়েন্টে এবং শেষ প্রান্ত অপর একটির এক প্রান্তে এবং সেটির শেষ প্রান্ত অপর একটির একপ্রান্তে এবং এভাবে অসংখ্য বা একের অধিক যেকোন সংখ্যক এবং সর্বশেষটির শেষ প্রান্ত অপর একটি নির্দিষ্ট বিন্দুতে তাইলে তাকে সিরিজ সার্কিট বলে। প্যারালাল সার্কিট ঃ- যদি এক বা একাধিক রেজিস্টর বা ক্যাপাসিটর এমনকি যেকোন লোড এমন ভাবে সংযুক্ত থাকে যে প্রত্যেকটির এক প্রান্ত একটি নির্দিষ্ট বিন্দুতে এবং অপর প্রান্ত অপর একটি নির্দিষ্ট বিন্দুতে তাইলে তাকে প্যারালাল সার্কিট বলে। সিরিজ সার্কিট কেন প্রোয়জন ঃ- যখন কোন সার্কিটএ বিভিন্ন শাখায় বিভিন্ন ভোল্টেজ এর প্রোয়জন হয় তখন রেজিস্টর এর মাধ্যমে ভোল্টেজ ভাগ করে চাহিদা অনুযায়ি প্রোয়জনিয় ভোল্টেজ পাওয়ার জন্য সিরিজ সার্কিট ব্যাবহার করা হয়। তাছারা যেমন বিয়ে বাড়ির আলোকসজ্জায় যে ছোট ছোট এলইডি বাতি ব্যাবহার হয় তা সাধারনত ১.৯ থেকে ৫.০০ ভোল্টে জ্বলে সেগুললকে ২২০ ভোল্ট সরবারহে জ্বালানোর জন্য ২২০ ভোল্ট কে বাতি সমুহের মধ্যে এমন ভাবে ভাগ করা হয় যাতে প্রতিটি বাতি ১.৯ থেকে ৫.০০ ভোল্টের মত ভোল্ট পায়। সেজন্য বাতি সমুহকে ৮০, ৯০, ১০০, ১২০ টি অর্থাৎ প্রোয়জন অনুযায়ী সিরিজে সংযুক্ত করে ভোল্টেজকে সমান ভাবে ভাগ করে দেওয়া হয়। প্যারালাল সার্কিট কেন প্রোয়জন ঃ- বিভিন্ন প্রকার লোড যেমন লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ, এসি ইত্যাদি সবসময় স্বাবাভিক ভোল্টেজ ২২০ এ ব্যাবহার যোগ্য হয় তাই এদের ব্যাবহার করতে সিরিজ সার্কিট দিয়ে ভোল্টেজ ভাগ করার প্রোয়জন হয় না তাই এদের কে প্যারালালে সংযুক্ত করা হয়, ঠিক তেমনই যদি ৫ ভোল্টের লোড ৫ ভোল্টে চালতে হয় বা ২৫ ভোল্টের লোড ২৫ ভোল্টে চালাতে হয় এরকম যে ভোল্টের লোড সেই পরিমান ভোল্টেজে চালানোর জন্য প্যারালাল সার্কিট ব্যাবহার হয়। এখন প্রশ্ন হলো কেন আমারা এসব লোড সিরিজে চালালে কি হবে, যদি সিরিজে চালানো হয় তবে ভোল্টেজ ভাগ হয়ে পূর্ন ভোল্টেজ লোড পাবে না এবং পুরোপুরি দক্ষতার সাথে কাজ করতে পারবে না, এবং বেশি লোড সিরিজ সংযুক্ত করলে ভো্লট ভাগ হতে হতে অনেক কম হয়ে যাবে অনেক কম ভোল্টে লোড কাজই করতে পারবে না। তাই এসব ক্ষেত্রে সিরিজ সার্কিট ব্যাবহার করা হয় না।

Once

avatar
ERI NAYEEM

0 Comments

Looking forward to your feedback