গাড়ি চালানোর আগে করণীয়

by Virtunus Travel Guide
Traveling
Published: 2 years ago
|Updated: 2 years ago
previewImage

আপনি নিজেই নিজের গাড়ি চালান কিংবা আপনি একজন ড্রাইভার যে যাই হোন না কেন গাড়ি চালনার আগে আপনাকে অবশ্যই বেশ কিছু কাজ বা পরীক্ষা-নিরীক্ষা করে নিতে হবে। কেননা ত্রুটিপূর্ণ গাড়ির কারনে যে কোনো সমস্যা দেখা দিতে পারে রাস্তায় চলাচলের সময়। এমনকি এর কারণে ঘটতে পারে মারাত্মক সড়ক দূর্ঘটনা। আপনি যদি গাড়ি চালানোর পূর্বে একটু সচেতন হন তাহলে এমন অনেক অপ্রত্যাশিত দূর্ঘটনা রোধ করা সম্ভব। তাই আসুন জেনে নেওয়া যাক গাড়ি চালনার আগে করণীয় কাজগুলোঃ-

10

Tasks

আপনার গন্তব্যে পৌঁছানর জন্য গাড়িতে পর্যাপ্ত পরিমানে জ্বালানি আছে কি না তা দেখে নিন।

Once

গাড়ির রেডিয়েটরে যথেষ্ট পরিমানে পানি আছে কি না তা চেক করে নিন।

Once

ব্যাটারির সংযোগ ঠিক আছে কি না তা দেখে নিন।

Once

গাড়ির সবগুলো লাইট জ্বলছে কি না তা নিশ্চিত হয়ে নিন।

Once

মবিলের লেবেল পরীক্ষা করে নিন।

Once

ব্রেক অয়েল চেক করুন।

Once

চাকার হাওয়া ঠিক আছে কি না তা ভালো করে পরীক্ষা করে নিন। হাওয়া কম থাকলে নিকটস্থ কোনো ভল্কানাইজার থেকে হাওয়া করিয়ে নিন।

Once

গাড়ির কাগজপত্র সাথে রাখুন।

Once

চালকের ড্রাইভিং লাইসেন্সও সঙ্গে নিয়ে নিন।

Once

একটি ফাস্টএইড বক্স, টুলবক্স, অগ্নিনির্বাপকযন্ত্র ইত্যাদি সবসময় গাড়িতে রাখুন।

Once

Tags
avatar
Virtunus Travel Guide

0 Comments

Looking forward to your feedback