উচ্চশিক্ষার জন্য দেশ নির্বাচনের ক্ষেত্রে যে ৮ টি বিষয়ে খেয়াল রাখা জরুরী
by Virtunus Abroad Study Tips
Education
Published: 4 months ago
|Updated: 4 months ago
উচ্চশিক্ষার জন্য দেশ নির্বাচন করার ক্ষেত্রে অনেক শিক্ষার্থীদের সমস্যা হয়ে থাকে। এ ক্ষেত্রে বেশ কিছু বিষয়ের উপর ভিত্তি করে মূলত দেশ নির্বাচন করা জরুরী।
ঠিক কোন বিষয়গুলোয় আমাদের খেয়াল রাখতে হবে চলুন সেগুলো জেনে নেইঃ
8
Tasks
১. আপনি যে কোর্সের জন্য যেতে চাচ্ছেন সেই কোর্স কোন দেশে সবচাইতে ভালো সে ব্যাপারে জেনে নিন।
Once
২. দেশ নির্বাচনের ক্ষেত্রে সেখানের কোন নির্দিষ্ট এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিষয়ে আবেদন করবেন সেটি নিশ্চিত হবার চেষ্টা করুন।
Once
৩. বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য সেই দেশের ভিসা ব্যবস্থা কতোটা সহজলোভ্য সে ব্যাপারে নিশ্চিত হোন।
Once
৪. আপনার নির্বাচিত দেশের প্রধান ভাষা কি এবং কোন ভাষায় সেখানে শিক্ষা প্রদান করা হবে সে ব্যাপারে নিশ্চিত হয়ে নিন।
Once
৫. বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য শিক্ষা বৃত্তির কি ব্যবস্থা রয়েছে সে ব্যাপারে জানুন।
Once
৬. পড়ালেখা সম্পন্ন করার পর সে দেশে চাকুরির সুযোগ রয়েছে কি না, ওয়ার্ক পারমিটের কি ব্যবস্থা রয়েছে সে ব্যাপারে নিশ্চিত হয়ে পরবর্তী ধাপে আগান।
Once
৭. পড়ালেখার পাশাপাশি পার্ট-টাইম জব করার কি নিয়ম রয়েছে এবং সেখানে কাজ পাবার সম্ভবনার বিষয়ে তথ্য দিয়ে নিন।
Once
৮. আপনার নির্বাচিত দেশের আবহাওয়া, সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা সব মিলিয়ে শিক্ষা গ্রহণের জন্য কেমন সে ব্যাপারে নিশ্চিত হবে বিশেষজ্ঞ বা অভিজ্ঞদের পরামর্শ গ্রহ্ন করুন।