পুরো রমযানই ইবাদতের মৌসুম, আল্লাহর রহমত ও ক্ষমা লাভ করার মৌসুম। এর মধ্যে শেষ দশ দিনের গুরুত্ব সবচেয়ে বেশি। এই দশকেরই একটি রাত লাইলাতুল কদর বা কদরের রাত; যে রাতটিকে পবিত্র কুরআনে আল্লাহ তাআলা হাজার মাসের চেয়ে উৎকৃষ্ট ও উত্তম বলেছেন অর্থাৎ এই রাতের ইবাদতের সওয়াব ও ফযিলত হাজার মাসের ইবাদতের সমান। রসূল সা. রমযানের শেষ দশকে ইতেকাফে বসতেন এবং দুনিয়াবি কাজকর্ম থেকে বিযুক্ত হয়ে আল্লাহর স্মরণ ও ইবাদতে নিমগ্ন হতেন। বিশেষত রাতগুলোতে জাগ্রত থেকে ইবাদত করতেন। আয়েশা রা. বলেন,‘রমযানের শেষ দশক শুরু হলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং রাতে জাগতেন, পরিবার-পরিজনদেরকেও জাগাতেন এবং (ইবাদতের জন্য) কোমর বেঁধে নিতেন।’ (বুখারী ও মুসলিম) লাইলাতুল কদর শেষ দশকের বেজোড় রাতগুলোর যে কোনো একটিতে হতে পারে। তাই প্রতিটি বেজোড় রাত্রিকেই সম্ভাব্য লাইলাতুল কদর মনে করা উচিত এবং আল্লাহর ইবাদতে নিমগ্ন থাকা উচিত। রসূল সা. বলেন, আমাকে লাইলাতুল কদরের নির্দিষ্ট দিনক্ষণ জানিয়ে দেওয়া হয়েছিলো, পরে আবার ভুলিয়ে দেওয়া হয়েছে। তোমরা শেষ দশকের বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর অনুসন্ধান করো। রমযানের শেষ দশকের আমল :
Once
Daily 1x
Daily 1x
Daily 1x
Daily 1x
Looking forward to your feedback