অল্প পড়ে বেশি মনে রাখার ১০টি সিক্রেট

by Jhankar Mahbub's Tips
Education
Published: 3 years ago
|Updated: 2 years ago

বইয়ের ১২ নাম্বার চ্যাপ্টারের ১৩ নাম্বার অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ। মনে হয় একবার দেখে নিলেই পারবো। কিন্তু, পরীক্ষার হলে সেই একই অঙ্ক হাতেকলমে করতে যেয়ে মাথায় হাত। ২য় ধাপ পর্যন্ত যেতে পারলেও ৩য় ধাপ কিছুতেই মনে পড়ছে না। আবার, আজকের ক্লাসের পড়াটা ক্লাসেই হয়ে গেলো। বাসায় যেয়ে আর পড়তে হবে না। যেই পরদিন স্যার পড়াটা ক্লাসে ধরলেন, ব্যাস, আর কিচ্ছু মনে পড়লো না। এধরনের চিত্রগুলো ছাত্রজীবনে নতুন কিছু নয়। আপনি হয়তো কম পড়ে বেশী মনে রাখতে চেষ্টা করছেন, কিন্তু কিছুতেই পেরে উঠছেন না। তাই আমরা যারা এরকম অল্প পড়েই বেশি মনে রাখতে চাই তাদের জন্য নিচের ১০ টি টিপস চমৎকার কাজে দিবে। দেখে নেয়া যাক টিপসগুলো-

12

Tasks

১। যে বিষয়বস্তু নিয়ে পড়ছেন তার মূল পয়েন্টগুলো চিহ্নিত করুন।

Daily 1x

২। বিষয়বস্তু বুঝে তা নিজের ভাষায় সহজ করে লিখে ফেলুন।

Daily 1x

৩। সব ধরণের "ডিজিটাল ডিসট্র্যাকশন" থেকে দূরে থাকার চেষ্টা করুন। পড়ার সময় গভীর মনোযোগ দিন।

Daily 1x

৪। শুধুমাত্র চোখ বুলিয়ে না পড়ে, হাতে কলমে অনুশীলন করুন।

Daily 1x

৫। পড়ার বিষয়বস্তুটি অন্যকে বুঝাতে হবে এমন উদ্দেশ্য নিয়ে সেটা শিখুন।

Daily 1x

৬। অনুসরণ করতে পারবেন না এমন কোনো ডেইলি রুটিন না বানিয়ে সহজে অনুসরণীয় একটি রুটিন তৈরী করুন।

Monthly 1x

৭। হাতে সময় নিয়ে রিভিশন দেয়ার অভ্যাস করুন।

Weekly 1x

৮। সপ্তাহান্তে বা যে কোন ছুটির দিনে রিভিশন দিন।

Weekly 1x

৯। পরীক্ষার আগে খুব ভালভাবে রিভিশন দিন।

Weekly 1x

১০। SQ3R (Survey, Question, Read, Recite, Revise) টেকনিক অনুসরণ করুন।

Daily 1x

১১। বিরক্তি ও ক্লান্তি দূর করার জন্য মজা পান এমন কোনো কাজ করুন।

Daily 1x

১২। পড়াটাকে উপভোগ করুন।

Daily 1x

Tags
avatar
Jhankar Mahbub's Tips

0 Comments

Looking forward to your feedback