যখন দেখবেন ঈমানের দাবিগুলো আপনি যথাযথভাবে আদায় করছেন না, বুঝে নেবেন আপনার ঈমান দুর্বল হয়ে পড়েছে। ঈমানের দুর্বলতার কারণেই ইবাদতে অনীহা বোধ হয়, গুনাহ করেও মনে অনুতাপ আসে না। নামাযসহ অন্য ফরজ আমলে অবহেলা, সুদ, ঘুষ খাওয়া, মানুষের হক নষ্ট করা, জুলুম করা ইত্যাদি সব গুনাহই ইমান দুর্বল হওয়ার আলামত। এ সব আলামত দেখলে ঈমানের দুর্বলতার মূল কারণটি খুুঁজে বের করুন এবং তার প্রতিকার করুন। পাশাপাশি ঈমানের দুর্বলতা দূর করতে নিচের কাজগুলো করুন :
২. আল্লাহ আপনার কত নিকটে আছেন তা জানুন, স্মরণ করুন।
Daily 1x
৩. কুরআন অর্থ বুঝে পড়ুন এবং কুরআনের বক্তব্য নিয়ে চিন্তা-ভাবনা করুন।
Daily 1x
৪. রসূল সা.-এর জীবনী পড়ুন। তার জীবনের ত্যাগ তিতিক্ষা সম্পর্কে জানুন।
Daily 1x
৫. আল্লাহর অনেক নিদর্শন আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে; সেগুলো সম্পর্কে জানুন এবং আল্লাহর অসীম ক্ষমতা সম্পর্কে ভাবুন।
Daily 1x
৬. নামায, তেলাওয়াত, জিকির ও দোয়ার মাধ্যমে বেশি বেশি আল্লাহকে স্মরণ করুন।
Daily 1x
৭. ইসলামের সৌন্দর্য সম্পর্কে জানুন। দীন ইসলামের বিরুদ্ধে যে সব ভ্রান্ত যুক্তি ও বক্তব্য প্রচার হয়, সেগুলোর অসারতা ও প্রকৃত সত্য সম্পর্কে জ্ঞান লাভ করুন।