এমন ৭টি কাজ যা গোছানো মানুষরা করে কিন্তু আপনি হয়তো করেন না
by Thomas Frank Bangla
Daily Life
Published: 3 years ago
|Updated: 3 years ago
একজন গোছানো এবং উপযুক্ত মানুষ হতে পারলে আরো কার্যকরভাবে সব কাজের পরিকল্পনা করা সম্ভব হয়।
সে ধরনের মানুষে পরিণত হতে প্রথমে নিজের মানসিক চাপ কমিয়ে আনুন এবং জীবন যেন আপনাকে বিপদে ঠেলে দিতে না পারে সেদিকে খেয়াল রাখুন।
এখানে আমরা এমন ৭টি কাজের ব্যাপারে আলোচনা করবো যেগুলো শেয়ার করেছেন টমাস ফ্রাঙ্কস। এই কাজগুলো নিয়মিত করলে আপনিও হয়ে উঠতে পারবেন একজন গোছানো মানুষ।
7
Tasks
১. কোনো তথ্য সংরক্ষণের ব্যাপারে নিজের মস্তিষ্কের উপর খুব বেশি নির্ভরশীল হবেন না। কারণ আমরা অনেক স্মৃতি ধীরে ধীরে ভুলে যাই, বিশেষ করে যেগুলো আমরা ব্যবহার করি না।
Once
২. সব কিছুতে নাম লিখে সেগুলো নির্দিষ্ট যায়গায় রাখার চেষ্টা করুন। সহজে খুঁজে পাওয়ার জন্যে হার্ডওয়্যারের জিনিষে নাম লিখে রাখুন।
Daily 1x
৩. এমন একটি মননশীলতার (mindfulness) চক্র তৈরি করার চেষ্টা করুন যা ক্রমাগত আপনার জীবনের নানান নির্ভরতার ভেতর দিয়ে যায়।
Once
৪. জটিল পরিস্থিতির মোকাবেলার জন্য একটি মন্ত্র মনে রাখুন, “টু ইজ ওয়ান, ওয়ান ইজ নান” (“two is one, one is none”)
Daily 1x
৫. মতামত নয় বরং অভিজ্ঞতার ভিত্তিতে সবকিছু গোছানোর চেষ্টা করুন। সবকিছু এমন ভাবে সেট করুন যেন তা আপনার জন্যে সুবিধাজনক হয়।
Once
৬. সবকিছু তার নিজের যায়গায় রাখার কাজটি সবসময় মেনে চলার চেষ্টা করুন, এটি আপনাকে গোছানো মানুষে পরিণত হতে সহায়তা করবে।
Once
৭. আপনি কোন জিনিষগুলো কিনছেন, কোন জিনিষগুলো আপনার রয়েছে এবং কোন জিনিষগুলো আপনি রেখে দেয়ার কথা ভাবেন সে ব্যাপারে ভাবুন।