ছাত্রজীবনে কাজে লাগাতে পারবেন যে ১২টি টিপস

by Jhankar Mahbub's Tips
Education
Published: 3 years ago
|Updated: 2 years ago
previewImage

ছাত্রজীবন মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সময়। এ সময়কে যে যতো ইফেক্টিভ ভাবে ব্যবহার করতে পারে, সে তার জীবনে ততো বেশি ইম্প্যাক্ট তৈরি করতে পারে। শুধু পড়াশোনা করে ভালো রেজাল্ট করাই ছাত্রজীবন থেকে সর্বোচ্চ অর্জন নয়। এ সময়ে আপনি আপনার জীবনের সবচেয়ে বড় অংশটুকু আত্মোউন্নয়নে ব্যয় করার সুযোগ পান। তাই ছাত্রজীবন থেকে সর্বোচ্চ সুবিধা পেতে চাইলে অনুসরণ করতে পারেন এই ১২টি টিপসঃ

12

Tasks

১। নিজের দ্বিতীয় পরিচয় খুঁজে বের করুন।

Once

২। আর্থিক দিক থেকে স্বাবলম্বী হোন।

Once

৩। জীবনের কঠিন বাস্তবতায় নিজেকে মানিয়ে নিয়ে চলতে শিখুন।

Once

৪। প্রতিনিয়ত নতুন বন্ধু তৈরি করুন।

Daily 1x

৫। আপনার ডিজিটাল স্কিল বৃদ্ধি করুন।

Daily 1x

৬। ইংরেজীতে নিজের দক্ষতা বৃদ্ধি করুন।

Daily 1x

৭। যথাযথ নিয়মে ই-মেইল লিখতে শিখুন।

Once

৮। আপনার নেটওয়ার্কিং স্কিল বৃদ্ধি করুন।

Daily 1x

৯। যেকোনো সংস্থা বা সংগঠনের সাথে যুক্ত থাকুন।

Once

১০। আপনার আয়ের শতকরা ১০ ভাগ সঞ্চয় করুন।

Monthly 1x

১১। অন্তত একটি প্রতিযোগিতায় অংশ নিন।

Once

১২। ভবিষ্যতের জন্য কাজ করুন।

Daily 1x

Tags
avatar
Jhankar Mahbub's Tips

0 Comments

Looking forward to your feedback