অতিথি আপ্যায়ন বা বিশেষ অকেশনে পোলাও এর সাথে কোরমা না হলেই নয়। আজকের রেসিপিতে থাকছে ডিমের কোরমা। চলুন দেখে নেই কিভাবে রান্না করা হয় মজাদার এই খাবারটি।
প্রয়োজনীয় উপকরণ :
ডিম ১২ টি
লবণ স্বাদ অনুযায়ী
ঘি ৩ টেবিল চামচ
তেজপাতা ২ টি
লং ৩ টি
এলাচ ২ টি
দারুচিনি ১ টি
পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ
আদা রসুন বাটা ১ টেবিল চামচ
দই ১/২ কাপ
চিনি ১ চা চামচ
গরম মশলা ২ টেবিল চামচ
গোল মরিচ গুড়ো ১ চা চামচ
দুধ ১/২ কাপ
বেরেস্তা ১ টেবিল চামচ
কেওড়া ১ চা চামচ
কাঁচা মরিচ ৪-৫ টি
10
Tasks
১. একটি বড় পাত্রে পানি নিয়ে এর সাথে লবণ, সামান্য ভিনেগার মিশিয়ে ডিমগুলো ৮ -১০ মিনিট সিদ্ধ করে নিন।
Once
২. এবার ডিমের খোসা ছাড়িয়ে নিন।
Once
৩. এরপর সামান্য লবণ দিয়ে ডিমগুলো হালকা বাদামী করে ভাজুন।
Once
৪. একটি প্যানে ৩ টেবিল চামচ ঘি দিয়ে তেজপাতা, এলাচ, দারুচিনি, লং দিয়ে হালকা করে ভেজে নিন।
Once
৫. এখন ২ টেবিল চামচ পেঁয়াজ বাটা, ১ টেবিল চামচ আদা রসুন বাটা যোগ করুন।
Once
৬. এরপর ১/২ কাপ দই, গরম মশলা, গোলমরিচ গুড়ো দিয়ে কয়েক মিনিট কষিয়ে নিন।
Once
৭. সেদ্ধ করে রাখা ডিমগুলো মিশ্রনে দিয়ে অল্প আঁচে রান্না করুন।
Once
৮. ১/২ কাপ দুধ, পেয়াজ বেরেস্তা, কাঁচা মরিচ দিয়ে ডিমগুলো কে ৫-১০ মিনিট ঢেকে রাখুন।
Once
৯.সবশেষে ১ চা চামচ কেওড়া দিয়ে নামিয়ে নিন।
Once
১০. পোলাও বা ভাতের সাথে পরিবেশন করুন দারুণ মজাদার ডিমের কোরমা।