ফ্লো অ্যাক্সেস প্রবেশ করবেন যেভাবে

by Jay Shetty
Career
Published: 3 years ago
|Updated: 2 years ago

নতুন কোনো কাজ শুরুর সময় কোন ব্যাপারটি আপনার অনুভূত হয়? একঘেয়েমি না মানসিক চাপ? আপনি যখন নতুন কাজ, নতুন প্রকল্প বা নতুন একটি চ্যালেঞ্জের সম্মুখীন হন, তখন এর পেছনে অনন্য কোনো কারণ থাকে। সফলতার শীর্ষে পৌঁছানোর জন্য, আপনাকে চেতনার একটি উচ্চ অবস্থা অনুভব করতে হবে। যাকে বলা হয় প্রবাহ অবস্থা বা ফ্লো স্টেট। তারপর আপনি নিজের শিল্প অবচেতনাকে সচেতনভাবে অনুভব করতে পারবেন। জয় শেঠি ফ্লো স্টেটে অ্যাক্সেস করার বেশ কিছু উপায় বলে দিয়েছেন। সেগুলো নিচে দেয়া হলোঃ

5

Tasks

১. কোনো কিছু তৈরি করার কাজে সম্পূর্ণরূপে নিমগ্ন ও নিবিষ্ট থাকুন।

Once

২. আপনার আনন্দ বা কৌতূহলের অনুভূতি বাড়িয়ে তুলুন।

Once

৩. নিজের সাধ্য আর চ্যালেঞ্জ গ্রহণের মাঝে টক্কর বাঁধান।

Once

৪. আপনার জীবনকে করে তুলুন উত্তেজনাপূর্ণ আর রোমাঞ্চকর। সেই সাথে জীবনে চ্যালেঞ্জের পরিমাণ বৃদ্ধি করুন।

Once

৫. আপনার দক্ষতা বাড়িয়ে নিন।

Once

Tags
avatar
Jay Shetty

0 Comments

Looking forward to your feedback