সন্তানের অভিভাবক হওয়া একই সাথে আনন্দের এবং প্রবল চাপে থাকার কাজ। অভিভাবক হওয়া মানে শুধু ছোট্ট শিশুর যত্ন নেওয়াই নয় এই দায়িত্ব আপনার জীবনকেই পুরোপুরি বদলে দেয়।
আমরা এখানে আপনার সাথে এমন গুরুত্বপূর্ন লাইফ হ্যাক শেয়ার করবো, যেগুলো প্রত্যেক অভিভাবকের জেনে নেয়া উচিৎ তাদের ক্ষুদে অতিথি পৃথিবীতে আসার আগে।
10
Tasks
১. আপনার শিশু যাতে আরামে ঘুমাতে পারে সে জন্যে একটি ব্যাগে কিছু চাল নিয়ে সেটি আপনার শিশুর পিঠের সাথে ঠেস দিয়ে রাখুন।
Once
২. আপনার সিঙ্কের সাথে যুক্ত পানির ট্যাপটির দৈর্ঘ্য বাড়িয়ে নিতে একটি খালি কন্ডিশনার বোতল কেটে নিন এবং ট্যাপের মাথায় যুক্ত করে দিন।
Once
৩. বাথরুমে রাখার তোয়ালে কেটে বিব পোষাক তৈরি করে নিন, যা আপনার শিশুকে খাবার খাওয়ানোর সময় আপনি পরাতে পারবেন ।
Once
৪. বাচ্চাদের পুরানো খেলনাগুলো দিয়ে নতুন কিছু তৈরি করে দিতে চেষ্টা করুন।
Once
৫. বাচ্চাদের পুরাতন খেলনা টুথব্রাশ হোল্ডারে পরিণত করুন। যাতে তারা আরও বেশি করে দাঁত ব্রাশ করতে উৎসাহিত হয়।
Once
৬. আপনার বাচ্চার জন্য আকর্ষণীয় ও মজাদার ছবির ফ্রেম তৈরি করুন।
Once
৭. আপনার সন্তানের বুদ্ধিমত্তার সঠিক বিকাশের জন্য প্যাটার্ন ম্যাচিং কার্ড ডিজাইন করুন।
Once
৮. কাগজ দিয়ে আপনার সন্তানকে রঙের প্যালেট তৈরি করে দিন।
Once
৯. তুলার বল এবং কাগজ ব্যবহার করে পম-পম খরগোশের লেজ তৈরি করুন।
Once
১০. আপনার সন্তানকে বাম এবং ডান চিনে নিতে সাহায্য করুন।