গর্ভবতী মায়ের জন্য আলাদা বিশেষ কোনো আমলের নির্দেশনা কুরআন বা হাদীসে দেওয়া হয়নি। সাধারণ অবস্থার আমলগুলোই গর্ভাবস্থায় করতে হবে। সাধারণ অবস্থায় যেমন গুনাহ থেকে বেঁচে থাকতে হয়, এই সময়ও গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। তবে যেহেতু গর্ভবতী মায়ের নেক আমল ও বদ আমলের প্রভাব গর্ভের সন্তানের ওপর পড়ে এবং তিনি জীবনের একটি কঠিন সময়ের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিতে থাকেন, তাই এ সময় নেক আমল বাড়িয়ে দেওয়া উচিত, সম্পূর্ণভাবে গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টাও বাড়ানো উচিত। সর্বোপরি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা উচিত, যেন গর্ভের সন্তান ভালো থাকে, সুস্থ থাকে। আল্লাহ যেন নেক ও সুস্থ সন্তান দান করেন। সন্তান জন্মদানের প্রক্রিয়া সহজ করেন। গর্ভবতী মায়েদেরকে ৬ টি পরামর্শ দিচ্ছি :
Daily 5x
Daily 2x
Daily 1x
Daily 2x
Daily 1x
Daily 1x
Looking forward to your feedback