রোযাদারের পালনীয় ৭টি সুন্নাহ

by Islamic Lifestyle
Religion
Published: 2 years ago
|Updated: 2 years ago
previewImage

আল্লাহ কুরআনে বলেছেন, یٰۤاَیُّهَا الَّذِیۡنَ اٰمَنُوۡا کُتِبَ عَلَیۡکُمُ الصِّیَامُ کَمَا کُتِبَ عَلَی الَّذِیۡنَ مِنۡ قَبۡلِکُمۡ لَعَلَّکُمۡ تَتَّقُوۡنَ হে মুমিনগণ, তোমাদের উপর সিয়াম ফরয করা হয়েছে, যেভাবে ফরয করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। যাতে তোমরা তাকওয়া অবলম্বন কর। -সূরা বাকারা, আয়াত ১৮৩ ইসলামে রোযা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফযিলতপূর্ণ ইবাদত। রমযান মাসে রোযা রাখা সামর্থ্যবান প্রাপ্তবয়স্ক মুসলমানদের ওপর ফরয। এ ছাড়া রসূল সা. সারা বছরই প্রচুর নফল রোযা রাখতেন। শাবান মাসে অল্প কিছুদিন বাদ দিয়ে প্রায় পুরো মাসই তিনি রোযা রাখতেন। আসুন আমরা রোযাদারের সুন্নাহগুলো সম্পর্কে জানি :

7

Tasks

১. রোযা রেখে অনথর্ক তর্ক-ঝগড়া এড়িয়ে চলুন। কেউ কটু কথা বললেও উত্তম কথা বলে তাকে এড়িয়ে যান এবং বলুন আমি রোযাদার। -সহিহ বুখারী, সহিহ মুসলিম

Daily 1x

২. শেষ রাতে সাহরি খেয়ে রোযা শুরু করুন। রসূল সা. বলেছেন, তোমরা সাহরি করো, সাহরিতে বরকত আছে। -সহিহ বুখারী, সহিহ মুসলিম

Daily 1x

৩. প্রতি নামাযের অযুর সময় মিসওয়াক করুন। রোযা রেখে মিসওয়াক করতে দ্বিধা করবেন না। রসূল সা. বলেছেন, যদি উম্মতের জন্য কষ্টকর হয়ে যাওয়ার ভয় না করতাম তাহলে প্রতি নামাযের সময় তাদেরকে মিসওয়াক করার নির্দেশ দিতাম। -সহিহ বুখারী

Daily 5x

৪. ইফতারের সময় হলে দ্রুত ইফতার করুন। -সহিহ বুখারী, সহিহ মুসলিম

Daily 1x

৫. ইফতারের সময় বলুন : اللهم لك صمت وعلى رزقك أفطرت اللهم تقبل مني إنك أنت السميع العليم আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিযকিকা আফতারতু আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস-সামীউল আলীম হে আল্লাহ আপনার জন্যই আমি রোযা রেখেছি, আপনার রিযিক দিয়ে রোযা ভেঙেছি, হে আল্লাহ আমার পক্ষ থেকে কবুল করুন নিশ্চই আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। -যাদুল মাআদ

Daily 1x

৬. ইফতারের সময় বলুন : ذهب الظمأ وابتلت العروق وثبت الأجر إن شاء الله তৃষ্ণা নিবারিত হয়েছে, শিরা-উপশিরা পরিতৃপ্ত হয়েছে এবং বিনিময় নির্ধারিত হয়েছে ইনশাআল্লাহ। -সুনানে আবু দাউদ

Daily 1x

৭. রোযা রেখে বেশি বেশি আল্লাহর কাছে কবুল করুন। রসূল সা. বলেছেন, রোযাদারের রোযা কবুল হয়। -বায়হাকি

Daily 3x

Tags
avatar
Islamic Lifestyle

0 Comments

Looking forward to your feedback