বৃক্ষ পৃথিবী ও প্রকৃতির প্রাণ। বৃক্ষ বাঁচলে প্রকৃতি বাঁচে, পৃথিবীর আয়ু বাড়ে। মানুষেরও আয়ু বাড়ে। রসূল সা. বৃক্ষ রোপণ করার নির্দেশ দিয়েছেন। বৃক্ষের পরিচর্যা করতে বলেছেন। বৃক্ষ সংরক্ষণ করতে বলেছেন। অপ্রয়োজনে বৃক্ষ নিধন করতে নিষেধ করেছেন। রসূল সা. বলেছেন, কোনো মুমিন ব্যক্তি যদি গাছ লাগায় বা ফসল ফলায়, সেই গাছ বা ফসল থেকে কোনো মানুষ, পাখি বা জীবজন্তু আহার করে, তা তার জন্য সদকা হয়। তার রোপণ করা গাছের ছায়ায় যদি কেউ বসে, তাও তার জন্য সদকা হয়। (সহিহ বুখারী, সহিহ মুসলিম) গাছ লাগানো কত গুরুত্বপূর্ণ তা বোঝাতে রসূল সা. এ রকমও বলেছেন, ধরো কেয়ামত এসে গেছে, তখনও যদি তোমাদের কারো হাতে একটি খেজুরের চারা থাকে, সেই চারাটিও রোপণ করো। (মুসনাদে আহমদ) অকারণে বৃক্ষ-নিধন করতে নিষেধ করেছেন তিনি। অকারণে বৃক্ষ-নিধনের জন্য শাস্তি হবে বলে সতর্ক করেছেন। রসূল সা. বলেন, যে ব্যক্তি অপ্রয়োজনে গাছ কাটবে, আল্লাহ তাকে আগুনে নিক্ষেপ করবেন। (সুনানে আবু দাউদ)
Daily 1x
Daily 1x
Daily 1x
Daily 1x
Daily 1x
Daily 1x
Looking forward to your feedback