আসুন সহজ দু’টি আমলের কথা জানি, যে আমলগুলো করলে হাদীসে নিশ্চিতভাবে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। রসূল সা. বলেন, ‘যে দৃঢ় বিশ্বাসের সাথে সাইয়িদুল ইস্তিগফার পাঠ করে, দিনে পাঠ করে সন্ধ্যার আগে মারা গেলে কিংবা রাতে পাঠ করে সকালের মারা গেলে সে জান্নাতী হবে’। -সহিহ বুখারী আরেকটি হাদিসে এসেছে, যে প্রত্যেক ফরয নামাযের জন্য আয়াতুল কুরসী পড়বে, সে মৃত্যুর সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে। -আসসুনানুল কুবরা লিন-নাসায়ী