জান্নাত নিশ্চিত করার জন্য দু’টি কাজ করুন

by Islamic Lifestyle
Religion
Published: 3 years ago
|Updated: 3 years ago
previewImage

আসুন সহজ দু’টি আমলের কথা জানি, যে আমলগুলো করলে হাদীসে নিশ্চিতভাবে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। রসূল সা. বলেন, ‘যে দৃঢ় বিশ্বাসের সাথে সাইয়িদুল ইস্তিগফার পাঠ করে, দিনে পাঠ করে সন্ধ্যার আগে মারা গেলে কিংবা রাতে পাঠ করে সকালের মারা গেলে সে জান্নাতী হবে’। -সহিহ বুখারী আরেকটি হাদিসে এসেছে, যে প্রত্যেক ফরয নামাযের জন্য আয়াতুল কুরসী পড়বে, সে মৃত্যুর সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে। -আসসুনানুল কুবরা লিন-নাসায়ী

2

Tasks

১. সকালে ও সন্ধ্যায় পড়ুন : اَللَّهُمَّ أَنْتَ رَبِّىْ لآ إِلهَ إلاَّ أَنْتَ خَلَقْتَنِىْ وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوْذُبِكَ مِنْ شَرِّمَا صَنَعْتُ، أبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَىَّ وَأَبُوْءُ بِذَنْبِىْ فَاغْفِرْلِىْ، فَإِنَّهُ لاَيَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ

Daily 2x

২. পাঁচ ওয়াক্ত ফরজ নামাযের পর পড়ুন : اَللهُ لآ إِلهَ إِلاَّ هُوَ الْحَىُّ الْقَيُّوْمُ، لاَ تَأْخُذُهُ سِنَةٌ وَّلاَ نَوْمٌ، لَهُ مَا فِى السَّمَاوَاتِ وَمَا فِى الْأَرْضِ، مَنْ ذَا الَّذِىْ يَشْفَعُ عِنْدَهُ إِلاَّ بِإِذْنِهِ، يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيْهِمْ وَمَا خَلْفَهُمْ وَلاَ يُحِيْطُوْنَ بِشَيْئٍ مِّنْ عِلْمِهِ إِلاَّ بِمَا شَآءَ، وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ، وَلاَ يَئُودُهُ حِفْظُهُمَا وَ هُوَ الْعَلِيُّ الْعَظِيْمُ

Daily 5x

Tags
avatar
Islamic Lifestyle

0 Comments

Looking forward to your feedback