রমজানের ৩টি বিশেষ আমল

by Mizanur Rahman Azhari's Tips
Religion
Published: 2 years ago
|Updated: 2 years ago
previewImage

রমযান ইবাদতের মাস। রমাযান মাসে যে কোনো ইবাদতের সওয়াবই বহুগুণ বেড়ে যায়। রমাযানের প্রত্যেকটি নফল ইবাদতের সওয়াব ফরজ ইবাদতের সমান। প্রতিটি ফরজ ইবাদতের সওয়াব হয় সত্তরটি ফরজ ইবাদতের সমান। রসূল সা. বলেছেন, ‘পবিত্র রমাযানের একটি রাত বরকত ও ফজিলতের দিক থেকে হাজার মাস থেকেও উত্তম। এ মাসের রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন এবং এর রাতগুলোয় আল্লাহর সামনে দাঁড়ানোকে নফল ইবাদত রূপে নির্দিষ্ট করেছেন। যে ব্যক্তি রমাযানের রাতে ফরজ ইবাদত ছাড়া সুন্নত বা নফল ইবাদত করবে, তাকে এর বিনিময়ে অন্যান্য সময়ের ফরজ ইবাদতের সমান সওয়াব প্রদান করা হবে। আর যে ব্যক্তি এ মাসে কোনো ফরজ আদায় করবে, সে অন্যান্য সময়ের ৭০টি ফরজ ইবাদতের সমান পুণ্য লাভ করবে।’ (বায়হাকী) এখানে রমযানের বিশেষ ৩টি আমলের কথা বলছি, রমজানে বিশেষভাবে এই আমলগুলো করুন :

3

Tasks

১. রাতে নামায পড়ুন। সাহরির সময় তাহাজ্জুদ পড়ে ফেলুন।

Daily 1x

২, বেশি বেশি কুরআন তেলাওয়াত করুন। রমযান কুরআন নাযিল হওয়ার মাস। রসূল সা. রমযান মাসে অনেক বেশি কুরআন তেলাওয়াত করতেন।

Daily 2x

৩. আল্লাহর কাছে দোয়া করুন। রহমত চান, মাগফেরাত চান, নাজাত চান।

Daily 2x

Tags
avatar
Mizanur Rahman Azhari's Tips

0 Comments

Looking forward to your feedback