ব্যক্তিজীবনে সকলের কার্যকর আর কর্মতৎপর হওয়া খুবই গুরুত্বপূর্ণ। আর এই পরিবর্তন আনার জন্যে সবার আগে প্রয়োজন গুনগত মান অক্ষুণ্ণ রাখা।
তাই কর্মতৎপর হতে হলে আপনাকে কিছু মৌলিক নিয়ম মেনে চলতে হবে।
যে উপায়গুলো অবলম্বন করলে আপনি নিজ জীবনে আরও কার্যকর এবং কর্মতৎপর হতে পারবেন তার কয়েকটি নিচে বর্ননা করা হলোঃ
7
Tasks
১. স্বতন্ত্র কোনো কাজের উপর ভিত্তি করে এর মান এবং বৈশিষ্ট্য নির্বাচন করুন।
Once
২. সবাই যেভাবে বললে সহজে বুঝতে পারে সে ভাবেই বলার চেষ্টা করুন।
Daily 1x
৩. এমন মানুষের সাথে কাজ করুন যারা আপনাকে বোঝে।
Daily 1x
৪. কাজ দ্রুততার সাথে সম্পন্ন এবং নিষ্পত্তি করার মনোভাব রাখুন।
Daily 1x
৫. যে কোন নথি নির্দিষ্ট গঠন প্রনালীর ভিত্তিতে সাজিয়ে নিন।
Daily 1x
৬. নিজের কাজেগুলো অগ্রাধিকারের ভিত্তিতে নির্নয় করুন।
Daily 1x
৭. জরুরী কাজগুলোকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করুন যাতে নিজের কাজের মাঝে সংঘর্ষ সৃষ্টি না হয়।