আল্লাহর রসূল সা. শাবান মাস থেকেই রমজানের জন্য প্রস্তুত হতেন। তিনি শাবান মাসে অন্য মাসগুলোর তুলনায় বেশি রোযা রাখতেন, বেশি নফল ইবাদত করতেন। আমাদেরও উচিত রমযান আসার আগেই রমযানের রোযা ও ইবাদতের জন্য প্রস্তুতি নেওয়া।
সফল রমজান সাধনার জন্য ১১টি প্রস্তুতি গ্রহণ করুন :
11
Tasks
১) বেশি বেশি করে তাওবা ও ইস্তেগফার করুন।
Daily 3x
২) কুরআন ও সুন্নাহে রমযানের যেসব ফযিলতের কথা উল্লেখ করা হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করুন এবং তা পালন করার চেষ্টা করুন। প্রয়োজনে কাগজে লিখে সেগুলো ঘরের দেয়ালে ঝুলিয়ে রাখুন যেন তা দেখে উৎসাহিত হতে পারেন।
Once
৩) এই রমযানকে জীবনের শেষ রমযান ভেবে ক্ষমা ও সওয়াব লাভের জন্যে দৃঢ় প্রতিজ্ঞা করুন।
Once
৪) আগের রমযানে যদি কোনো রোজা কাযা হয়ে থাকে তাহলে এই রমযানের আগেই সেগুলো আদায় করে নিন।
Once
৫) রমজানে সাধারণ ক্ষমা লাভের আশায় হিংসা ও শিরক থেকে নিজেকে মুক্ত করুন।
Once
৬) রোজা সম্পর্কিত মাস’আলাগুলো নির্ভরযোগ্য উৎস থেকে জেনে নিন।
Once
৭) বিগত রমজানে যেসব ভুল বা গাফিলতি করেছেন তা চিহ্নিত করুন এবং সেগুলো আজ থেকেই দূর করার চেষ্টা করুন।
Daily 1x
৮) রমযানের নেক আমলগুলোর জন্য প্রস্তুতি গ্রহণ করুন। যেমন বেশি বেশি দান-সদকা করুন।
Daily 1x
৯) রমযানের প্রতিদিনের একটি রুটিন তৈরি করুন যেন এখন থেকেই কোন সময় কি করবেন তার প্রস্তুতি গ্রহণ করতে পারেন।
Once
১০) চাঁদ দেখার সুন্নাহ পালন করার চেষ্টা করুন।
Once
১১) বেশি করে আল্লাহ্র কাছে রমযানের সাফল্যের জন্যে অর্থাৎ নিজেকে পরিবর্তনের জন্য দোয়া করুন।