ঘুমানোর পূর্বে পালন করার সুন্নাত আমল

by Dr Khandaker Abdullah Jahangir's Tips
Religion
Published: 3 years ago
|Updated: 3 years ago

আমরা জানি, একজন সত্যিকারের মুসলিমের করা প্রতিটি কাজই ইবাদাত হিসেবে গণ্য হয়। কিন্তু যে সময়টা ঘুমিয়ে কাটানো হয়, ওই সময়টাতে তো কোন ধরনের ইবাদাত করা সম্ভব নয়, তাই না? রাসূল সা. এ ব্যাপারে বলেছিলেন, “ ঘুম হলো মৃত্যুর বোন।“ কারণ ঘুমের সময় আমল বন্ধ থাকে। কিন্তু ঘুমানোর কয়েকটি কাজ করার মাধ্যমে আপনি রাতের ঘুমকে ইবাদাতে পরিণত করতে পারেন :

6

Tasks

১. ওযু করে ঘুমাতে যাওয়ার অভ্যাস করুন।

Daily 1x

২. ওযু করার পরে দুই রাকাত নফল নামাজ পড়ে সারাদিনের নেক আমল কবুলের আরজি পেশ করুন, ভুলত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করুন।

Daily 1x

৩. বিছানায় শুয়ে "সূরা ইখলাস", "সূরা ফালাক্ব" ও "সূরা নাস" পড়ুন। (হাতে ফুঁ দিয়ে শরীরে হাত বুলিয়ে নেয়া যেতে পারে)

Daily 1x

৪. বিছানায় শুয়ে সুবহানাল্লাহ (৩৩ বার), আলহামদুলিল্লাহ (৩৩ বার), আল্লহু আকবার (৩৪ বার) পড়ুন।

Daily 1x

৫. ঘুমানোর পূর্বে নিচে লেখা দু’আটি পাঠ করুন, اللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا ( আল্লহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া)। অর্থ : হে আল্লাহ ! আপনার নামেই মরি, আপনার নামেই জীবিত হই।

Daily 1x

৬. ডানদিকে কাত হয়ে শোয়ার অভ্যাস করুন।

Daily 1x

Tags
avatar
Dr Khandaker Abdullah Jahangir's Tips

0 Comments

Looking forward to your feedback