আমরা জানি, একজন সত্যিকারের মুসলিমের করা প্রতিটি কাজই ইবাদাত হিসেবে গণ্য হয়। কিন্তু যে সময়টা ঘুমিয়ে কাটানো হয়, ওই সময়টাতে তো কোন ধরনের ইবাদাত করা সম্ভব নয়, তাই না?
রাসূল সা. এ ব্যাপারে বলেছিলেন, “ ঘুম হলো মৃত্যুর বোন।“ কারণ ঘুমের সময় আমল বন্ধ থাকে।
কিন্তু ঘুমানোর কয়েকটি কাজ করার মাধ্যমে আপনি রাতের ঘুমকে ইবাদাতে পরিণত করতে পারেন :
6
Tasks
১. ওযু করে ঘুমাতে যাওয়ার অভ্যাস করুন।
Daily 1x
২. ওযু করার পরে দুই রাকাত নফল নামাজ পড়ে সারাদিনের নেক আমল কবুলের আরজি পেশ করুন, ভুলত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করুন।
Daily 1x
৩. বিছানায় শুয়ে "সূরা ইখলাস", "সূরা ফালাক্ব" ও "সূরা নাস" পড়ুন। (হাতে ফুঁ দিয়ে শরীরে হাত বুলিয়ে নেয়া যেতে পারে)