নেয়ামত

by Syed Mucksit
Religion
Published: 2 years ago
|Updated: 2 years ago

আল্লাহ তায়ালা মানুষকে এমন প্রকৃতি দিয়ে সৃষ্টি করেছেন যে, ভালো কাজ তার ভালো লাগে এবং খারাপ কাজ তার অপছন্দ। উদাহরণস্বরূপ বলা যায়, যে চোর অন্যের মাল চুরি করে সেও অন্তরে অনুভব করে, কাজটি অত্যন্ত খারাপ ও নিন্দনীয়।

1

Task

আমরা যদি অনুতপ্ত হতে না চাই তাহলে নিজেদের জীবনে রাসূলের শিক্ষা বাস্তবায়ন করতে হবে। ভালো কাজের প্রতি আকর্ষণ ও খারাপ কাজের প্রতি ঘৃণা প্রকৃতিগতভাবেই আমাদের মধ্যে দান করেছেন আল্লাহ তায়ালা। আল্লাহর প্রেরিত পুরুষদের শিক্ষা অনুসরণ এবং নৈতিক অধোঃপতন থেকে দূরে থাকার মাধ্যমে ব্যক্তি ও সমাজকে কলুষমুক্ত রাখা সম্ভব। ঈমান এবং নৈতিক উৎকর্ষ হচ্ছে মানুষের প্রকৃত অলঙ্কার। গাড়ি, বাড়ি কিংবা পোশাকে বাহ্যিক চাকচিক্য হয় ঠিকই কিন্তু তা মানুষের চারিত্রিক বিকাশ ঘটাতে পারেনা।

Once

avatar
Syed Mucksit

0 Comments

Looking forward to your feedback