বহু নির্বাচনী প্রশ্নের জবাব সঠিক ভাবে দেয়ার ৬টি বিশেষ উপায়
by Thomas Frank Bangla
Education
Published: 2 years ago
|Updated: 2 years ago
বহু নির্বাচনী পরীক্ষার আগে একটি উপদেশ খুব বেশি কানে আসে। সেটা হলো,
ক,খ,গ,ঘ এর মাঝে কোন উত্তরি সর্বাধিক বার থাকতে পারে? যদি আপনার কোনো প্রশ্নের উত্তর বহু নির্বাচনী পরীক্ষায় জানা না থাকে সে ক্ষেত্রে “ গ ” কে নির্বাচন করুন।
কিন্তু আসলেই কি এই আদি উপদেশের পেছনে কোনো সত্যতা আছে?
বিখ্যাত ইনফ্লুয়েন্সার এবং মোটিভেটর টমাস ফ্রাঙ্কস বহু নির্বাচনী পরীক্ষার উত্তর সঠিক ভাবে দেয়ার কিছু কৌশল তাঁর ভিডিওর মাধ্যমে শেয়ার করেছিলেন যেগুলো নিচে দেয়া হলোঃ
5
Tasks
১. বহু নির্বাচনী পরীক্ষার আগে আপনার পড়াগুলোর উপর নজর বুলিয়ে যান এতে যে কোনো প্রশ্নের দ্রুত দেয়া আপনার জন্য সহজ হবে।
Once
২. হার্ড-স্টার্ট-জাম্প-টু-ইজি টেকনিক (Hard-Start-Jump-to-Easy) প্রয়োগ করুন বা যাকে সহজ ভাষায় টাইনি দ্য টাইগার (Tiny the Tiger) পদ্ধতিও বলা হয়ে থাকে।
Once
৩. কোনো প্রশ্ন সঠিকভাবে বুঝে গুছিয়ে উত্তর দেবার জন্যে প্রশ্নটি একাধিক পড়ার পদ্ধতি RTFQ square technique ব্যবহার করুন।
Once
৪. বহু নির্বাচনী পরীক্ষার প্রতিটি পাতা উত্তর লেখার পর দ্বিতীয়বার দেখে নিন।
Once
৫. কোনো প্রশ্নের সঠিক উত্তর জানা না থাকলে, এর সবচাইতে কাছাকাছি যে বিষয়টি আপনি পরেছিলেন সেটি ভেবে উত্তর দেয়ার চেষ্টা করুন।