খুশূ অর্থ মনসংযোগ। সহজ কথায়, মন-প্রাণ দিয়ে বিনয়ের সাথে সালাত আদায় করা; দুনিয়ার অন্য কোনো ধরনের চিন্তা না করা। সালাত হলো আল্লাহ ও তাঁর বান্দার মধ্যে সরাসরি কথোপকথন আর খুশূ হলো সালাতের রুহ। যার খুশূ যত বেশি তার কাছে সালাত তত উপভোগ্য হয়ে ওঠে। খুশূ বা মনোযোগের অভাব থাকলে ইবাদাত নিষ্প্রাণ হয়ে যায়। সালাতে খুশূ তৈরি বা বৃদ্ধি পাওয়া বান্দার দুনিয়া আখিরাতে সফলতার আলামত। আল্লাহ তা’আলা বলেন, মুমিনরা সফলকাম হয়েছে; যারা সালাতে মনোযোগী। (সূরা মুমিনুন, আয়াত : ১, ২)
সালাতে খুশূ-খুযূ বাড়ানোর জন্য নিম্নোক্ত টিপসগুলো অনুসরণ করুন :
8
Tasks
আল্লাহর কাছে সালাতে খুশূ-খুযূ বাড়িয়ে দেয়ার জন্য দু’আ করুন
Daily 1x
ক্বিয়ামাতের দিন সর্বপ্রথম সালাত আদায় নিয়ে প্রশ্ন করা হবে – এই বিষয়টি উপলব্ধি করুন
Once
সুন্নত মোতাবেক যথাযথভাবে ওযু করুন।
Daily 5x
নামাজের সময় সিজদার স্থানে দৃষ্টি নিবদ্ধ রাখুন। কোনোভাবেই অন্যদিকে তাকবেন না।
Daily 1x
আউযুবিল্লাহি মিনাশ শাইতনির রজীম – পড়ে আল্লাহর কাছে কায়মনোবাক্যে শয়তান থেকে পানাহ চান।
Daily 1x
সালাতে পড়া যাবতীয় দু’আসমূহের অর্থ জানুন। কিছু সূরা অর্থসহ মুখস্ত করুন। সালাতে সূরা ও দু’আ পড়ার সময় বুঝে বুঝে অর্থ চিন্তা করে পড়ুন।
Daily 1x
ওয়াক্তের শুরুর দিকেই সালাত আদায় করে নিন। বিলম্ব করবেন না এবং ঢিলেঢালা ভাব দেখাবেন না
Daily 1x
ধীরস্থিরভাবে তিলাওয়াত করুন, রুকু ও সিজদাহ আদায় করুন। তাড়াহুড়ো না করে সময় নিয়ে সালাত আদায় করুন